• +8801798099909
  • info@climatejusticeassembly.org
  • Dhaka, Bangladesh

Day 1

OPENING OF THE ASSEMBLY

Saber Hossain Chowdhury MP

Chairman, Parliamentary Standing Committee on the Ministry of
Environment, Forest and Climate Change.

''The least responsible persons are becoming the most vulnerable due to climate change. Moreover, the most vulnerable are lest capable in terms of climate change adaption.''
''জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে কম দায়ীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। আবার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, জলবায়ু অভিযোজনে তাঁরাই সবচেয়ে কম সক্ষমতা সম্পন্ন।''

Sultana Kamal

Veteran human rights activist and convener, Climate Justice Assembly 2023 Convening Committee.

''The ongoing climate change crisis is man-made. We are destroying the environment through various means. We are destroying our reserve forest accommodating those under various profit-making projects.''
''বর্তমানের যে জলবায়ু সংকট তা মানবসৃষ্ট। নানাভাবে আমরা পরিবেশকে নষ্ট করছি। সংরক্ষিত বনাঞ্চলগুলো বিভিন্ন লাভজনক প্রকল্পের আওতায় এনে প্রতিনিয়ত তা ধ্বংস করছি।''

Saqib Huq

Assistant Director, ICCCAD

''Those who are most affected by climate change are unable to help themselves and they needs maximum assistance from everyone.''
''জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্থ তারা তাদের নিজেদের সহায়তা করতে সবচেয়ে কম সক্ষমতাসম্পন্ন। তাই এ ব্যাপারে সকলের জায়গা থেকে তাদের সর্বোচ্চ সহায়তা করা প্রয়োজন। ''

Sharif Jamil

Council Member, Waterkeeper Alliance & Member Secretary, Climate Justice Asslembly-2023 convening Committee

''ভ্রান্ত উন্নয়ন নীতির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের দায়বদ্ধতার প্রতি চরম অবহেলার সংস্কৃতি তৈরী করছি।''
''We are fostering a culture of evasion concerning our obligation to address climate change through the endorsement of disingenuous development policies.''

Lidy Nacpil

Coordinator, Asian Peoples' Movement on Debt and Development (APMDD)

''Big corporations and Rich countries will not take proper measures to tackle climate change if we do not compel them to do so.''
''বড় কর্পোরেশন ও ধনী রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে না যদি না আমরা তাদের বাধ্য করতে পারি।''

Sharmeen Murshid

Chief Executive Officer, Brotee

''Capitalist system and industrialization is leading us to existential threat.''
''পুজিবাদী ব্যবস্থা ও শিল্পায়ন আমাদের অস্তিত্ব ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে।''

Cynan Houghton

Deputy Regional Program Director, Tara Climate Foundation (Virtual)

''Energy transition must be fast, equitable and just in order to ensure the access to safe and clean energy for all.''
'''জ্বালানি উৎস পরিবর্তনে দ্রুততা, ন্যায্যতা ও সমতার বিষয়গুলো নিশ্চিত করতে হবে যাতে করে সকলেই পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানি সহজেই ব্যবহার করতে পারে।''

Anowarul Haq

Assistant Resident Representative, UNDP Bangladesh

''Regional cooperation is crucial in order to resolve the energy crisis and ensure the clean energy.''
''জ্বালানি সমস্যা দূর করতে ও পরিস্কার জ্বালানি নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ''

Nayoka Martinez Backstrom

First Secretary/Deputy Head of Development Cooperation Environment and Climate Change, Embassy of Sweden

''Nayoka Martinez Backstrom, First Secretary/Deputy Head of Development Cooperation Environment and Climate Change, Embassy of Sweden. We will continue to work with Bangladesh in the areas of adaptation and renewable energy.''
''অভিযোজন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আমরা বাংলাদেশের সাথে সহায়তা অব্যাহত রাখবো। ''

Fatinaaz Feroz

Chairman, Board of Trustee, Stamford University Bangladesh

''Our government has taken some initiatives and in some instances by our own finance. However, we need to pressurize the government by these types of movement and mass gathering so that the government act more proactively.''
''আমাদের দেশের সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং কিছুক্ষেত্রে নিজস্ব অর্থায়নেই। তবে, এসকল সমাবেশের মাধ্যমে আমাদের জায়গা থেকে সবসময় সরকারের প্রতি চাপ সৃষ্টি করে যেতে হবে যাতে সরকার এ ব্যাপারে আরো বেশি মনোযোগি হয়।''

TOPIC 1: Impacts on Livelihoods, Food, and Health

Shahjahan Shekh

Fisher, Taltoli

''I am requesting embankment and block construction so that we can protect us from river erosion.''
''এই নদী ভাঙন থেকে যাতে বাঁচতে পারি তাই আমি বেড়িবাঁধ এবং ব্লকের জন্য অনুরোধ করছি।''

Flora Babli Talang

Indigenous Representative

''Deforestation is a threat to this forest as well as to the livelihood of the Khasi tribes.''
''বৃক্ষনিধন এই বনের জন্য যেমন হুমকি তেমনি খাসিয়া আদিবাসীদের জীবন জীবিকার জন্যও চরম হুমকি।''

Papiya Mistri

Farmer, Mongla

''Sand deposition must be avoided on three crops land.''
''তিন ফসলী জমিতে বালি ফেলা চলবে না।''

Farid Uddin

Farmer, Kalapara

''Either give back our land or give us compensation.''
''হয় আমাদের জমি ফেরত দেন, নয়তো এর ক্ষতিপূরণ দেন।''

Salim Mahmud

Salt Farmer, Moheshkhali

''Provide employment to those who have lost their land. Rehabilitate those whose houses have been taken away.''
''আমাদের যাদের জমি চলে গেছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। যাদের ঘরবাড়ী নিয়ে নেয়া হয়েছে তাদের পুনর্বাসন করা হোক।''

Abdur Rashid Hawlader

Farmer, Kalapara

''Due to climate change and the construction of mills and factories on the banks of the Pashur River, there are no more fish in the river.''
''জলবায়ু পরিবর্তন এবং পশুর নদীর তীরে কল কারখানা তৈরি হওয়াতে,নদীতে আর মাছ নাই বললেই চলে ।''

Sohanur Rahman

Executive Coordinator, YouthNet for Climate Justice

''Climate finance can never be a loan, it is our right.''
''জলবায়ু অর্থায়ন কখনো লোন হতে পারে না, এটা আমাদের ন্যায্য অধিকার।''

Shamsuddoha

Chief Executive, Center for Participatory Research and Development (CPRD)

''We have to make our political leaders accountable for sustainable development.'' ''টেকসই উন্নয়নের জন্য আমাদের রাজনৈতীক নেতাদের জবাবদিহীতার আওতায় নিয়ে আসতে হবে।''

Sohanur Rahman

Executive Coordinator, YouthNet for Climate Justice

''Indigenous people's voices should be hard on local, national, and global levels.''
''আদিবাসী লোকদের দাবী গুলো স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছাতে হবে।''

Arjun Karki

Global Coordinator, LDC Watch

''We are the least contributors but the worst sufferers.''
''জলবায়ু পরিবর্তনে আমরা সবচেয়ে কম অবদান রেখে সবচেয়ে বেশি ভুক্তভোগী।''

Yuki Tanabe

Chief Executive, Japan Center for Sustainable Environment and Society (JACSES) (Virtual)

''JICA is supporting in energy master plant IEPMP (integrated energy and power master plan) for Bangladesh. 60% of fossil fuel use power needs to be decreased by 2050. This is the plan of JICA.
''জাইকা বাংলাদেশের জ্বালানি মহাপরিকল্পনা IEPMP (integrated energy and power master plan) তে সহযোগিতা করছে।''

Sreedhar Ramamurthi

Environics Trust (Virtual)

''If we can’t protect the Himalayas, we won’t be able to protect one-fifth of the global population.''
''যদি আমরা হিমালয় পর্বতমালার সুরক্ষা দিতে না পারি তাহলে আমরা পৃথিবীর এক-পঞ্চমাংশ জনগোষ্ঠির সুরক্ষা নিশ্চিত করতে পারবো না।''

Commodore Mohammed Nurul Absar

Chairman, Cox’s Bazar Development Authority

''We have to take immediate action otherwise we will go towards irreversible damage in the next 2 to 4 years.''
''আমাদের তড়িৎ পদক্ষেপ নিতে হবে নয়তো আমার ২ থেকে ৪ বছরের মধ্যে অপূরণীয় ক্ষতির দিকে এগিয়ে যাবো।''

Topic 02: Access to Clean and affordable energy, water and employment: impacts of the expansion of fossil fuel projects

Meshbah Mannu

Kalapara

''The extent of damage and loss must be quantified through proper statistics and the victims must be compensated.''
''আমরা চাইবো একটি সুষ্ঠু পরিসংখ্যানের মধ্যে দিয়ে আসল ক্ষয় ক্ষতির পরিমান বের করা হোক এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়া হোক।''

Dipa Rani Mondal

Shyamnagar

''We want no damage to the women due to the salinity as well as expect that they don’t loss their family.''
''আপনাদের কাছে এইটাই চাওয়া যে আর কোনো নারী যাতে এই লবণাক্ত পানির কারণে অসুস্থ না হয়, তাদের সংসার হারা হতে না হয়।''

Abu Taleb

Gabura

''Our farmland must be given back at any cost.''
''যেকোনো মুলে আমাদের কৃষি জমি ফিরায় দিতে হবে।''

Md. Mohsin

Employment, Moheshkhali

''Rehabilitation is must if displacement is only solution.''
''উচ্ছেদ যদি করতেই হয় তবে আগে পুনর্বাসন করতে হবে।''

Mohon Kumar Mandal

Local Environment Development and Agricultural Research Society (LEDARS)

''We must stop unplanned development. The poor must be protected with the reparation.''
''আমাদের অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করতে হবে। প্রতিশ্রুতির টাকা দিয়ে এই দরিদ্র মানুষদের রক্ষা করতে হবে।''

Nikhil Bhadra

Sundarban O Upakul Surrakha Andolan

''Suggestions and recommendations from the victims should be taken into account while making policy related to climate change. An establishment of a Coastal Development Board is recommended as a collaborative initiative aimed at systematically organizing the development of coastal areas.''
''জলবায়ু বিষয়ক নীতি প্রণোয়নের ক্ষেত্রে ভুক্তভোগীদের মতামত পরামর্শ নিতে হবে। একইসাথে, উপকুলের উন্নয়নকে একটি নির্দিষ্ট শৃঙ্খলায় আনার জন্যে একটি সমন্বিত উদ্যোগ হিসেবে উপকুলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।''

Kawser Rahman

Bangladesh Climate Journalist Forum (BCJF)

''We want to tell our government that when the government takes new technology-based project, people of the adjacent areas must be accommodated in the implementation process. Moreover, projects must be sanctioned upon conducting proper analysis of environmental impact.''
''আমরা আমাদের সরকারকে বলবো, সরকার যেখানে নতুন প্রযুক্তিগত প্রকল্প গ্রহণ করবে সেই এলাকার মানুষকে সম্পৃক্ত করতে হবে। একইসাথে, যথাযথ সমীক্ষা করে পরিবেশগত কি প্রভাব ফেলবে সে দিক বিচার করে প্রকল্প গ্রহণ করতে হবে।''

Makiko Arima

Oil Change International (OCI)

''If all the G7 countries kept their promises and ended financing fossil fuels, then they could have shifted 24.3 billion dollars per year from fossil fuel to clean energy.''
''যদি জি-৭ ভুক্তদেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করে, তাহলে তারা প্রত্যেক বছর ২৪.৩ বিলিয়ন ডলার অর্থ জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তর করতে পারবে।''

StuartMcWilliam

Global Gas, and Oil Network (GGON)(Virtual)

''There is an end to new coal fired power stations. Needs to be an end of fossil fuels projects.''
''নতুন কয়লাভিত্তিক প্রকল্পগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। জ্বীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পগুলোও বন্ধ হওয়া প্রয়োজন।'['

Dr. Moniruzzaman

Vice Chancellor, Stamford University

''Policy makers, our next generation and governments need to work together to move away from using coal and natural gas.''
''কয়লা ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা থেকে দূরে থাকতে পলিসি মেকার, আমাদের পরবর্তী প্রজন্ম এবং সরকারকে একযোগে কাজ করা প্রয়োজন।''

Topic 03: Impacts on Deltaic Ecosystem

Noor Alam

Mongla

''অপরিকপ্লিত প্রকল্প ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানী যেগুলি সুন্দরবনকে ধবংস করছে সেগুলি বন্ধের দাবী জানাচ্ছি।''
''We demand shutting down to those projects which are either harming the Sundarbans or causing climate change.''

Kamal Hasan Rony

Kuakata

"জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের উপকুল যেসব সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যা থেকে উত্তরণ ও জলবায়ুর ন্যায্যতার দাবিতে এর ক্ষতিপুরণের দাবী করছি।"
''We are demanding compensation for climate justice and overcoming the problems our sub-regions are facing due to climate change."

Jahangir Alam

Challan Beel

"Declare Chalanbil as an ecologically sensitive area and take urgent steps to conserve it."
"চলনবিলকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে তা সংরক্ষণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ কর।"

Abdul Karim Kim

Haar and Indigenous Environment

"সিলেটের হাওর অঞ্চলের বিশেষ বৈশিষ্ট যে পাহাড় টিলা রয়েছে সেসব কেটে ফেলা বন্ধের দাবি জানাচ্ছি।"
"The haor area of Sylhet has some hills with distinct characteristics. We demand not to cut them.''

Ziaur Rahman

Brahmapurta Basin

''নদী সঠিকভাবে ড্রেজিং কর''
''Dredging the river must be done properly.''

Afjal Hossain

Barind Tract

''আদিবাসীদের ভুমি ও মালিকানা নিশ্চিত করতে হবে।''
''Ensure the ownership of land of the indigenous people.''